ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর আদেল ও জিয়াউল আলম মিস্টার আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর ফারুকীর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাহাঙ্গীর আদেল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াউল আলম মিস্টার জেলা যুবলীগের সদস্য। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন।
জিয়াউল আলম মিস্টার বাংলানিউজকে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আদালতে আত্মসমর্পণ করেছি।
২০১৪ সালের ২০ মে সকাল ১১টায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে ফেনী শহরের একাডেমী এলাকার বিলাসী সিনেমা হলের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনদুপুরে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করে।
এই মামলায় পুলিশ ৫৬ জনকে আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২৮ জন কারাগারে ও বাকিরা জামিনে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫/আপটেড: ১৩৪১ ঘণ্টা