ঢাকা: সারাদেশে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী শুরু হচ্ছে। আগামী শুক্রবার, ১৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীতে এ পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ।
এতে আরও উপস্থিত ছিলেন, গ্রামীন ফোনের হেড অব এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, দীর্ঘ ১০ বছর ধরে গ্রামীন ফোন আমাদের এই বইপড়া কর্মসূচি উদ্যোগের সঙ্গে আছে। পৃষ্ঠপোষকতা করে আসছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে বই পড়ার অভ্যাস তৈরি করা বেশ কঠিন একটি কাজ। তার চেয়েও কঠিন কাজ এ ধরনের উদ্যোগে পৃষ্ঠপোষকতা করা। এ রকম উদ্যোগে অর্থায়নে মানসিকতাও কম এ দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোর। সেখানে গ্রামীন ফোন পাশে আছে আমাদের। তাও দীর্ঘ ১০ বছর ধরে। তাদের সহযোগিতা দিন দিন বাড়ছে।
পুরস্কার বিতরণী বিষয়ে তিনি জানান, দেশব্যাপী বই পড়ায় উৎকর্ষ (বই পড়া কার্যক্রম) পুরস্কার বিরতণী অনুষ্ঠান ও অনলাইনে বই পড়া কর্মসূচির আওতায় পুরস্কার বিতরণ শুরু ১৬ জানুয়ারি (শুক্রবার) থেকে।
আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে সারাদেশের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য দেশ ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বই পড়াকে উৎসাহিত করার জন্যই এ পুরস্কার। ঢাকা,চট্টগ্রাম ও খুলনার ৩শ’টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে এ পুরস্কার দেওয়া হবে।
আবদুল্লাহ আবু সায়ীদ আরও জানান, ১৬ ও ১৭ জানুয়ারি ঢাকা অংশের পুরস্কার বিতরণী রমনা বটমূলে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের পুরস্কার ২৩ জানুয়ারি মহানগরী হাইস্কুল প্রঙ্গণে, খুলনায় ৩০ জানুয়ারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এ বছর দেওয়া হচ্ছে মোট ৬৫ হাজার পুরস্কার।
ঢাকায় ৩০ হাজার শিক্ষার্থী অংশ নেয়, চার ক্যাটাগরিতে। তাদের মধ্যে পুরস্কার পাবে ৬ হাজার ৯২ জন। চট্টগ্রামে পুরস্কার পাবে ৪ হাজার ৫৯৬ আর খুলনাতে ৩ হাজার ২৪২ জন পুরস্কার পাবে বলে জানান তিনি।
এ সময়, অনলাইনে পড়া কর্মসূচি ‘আলোর পাঠশালা’ কার্যক্রমের ধারাবাহিকতা ২০১৫ সাল পর্যন্ত বর্ধিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা,জানুয়ারি ১২, ২০১৫