ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ আদালতে ককটেল সদৃশ বস্তু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জ আদালতে ককটেল সদৃশ বস্তু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিঁড়ি থেকে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের দ্বিতীয়  তলার সিঁড়ি থেকে দুইটি ও তৃতীয় তলার সিঁড়ি থেকে দু’টি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মোস্তাকিনুর রহমান ও অন্যান্য বিচারক ঘটনাস্থল পরির্দশন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের এএসপি (হেড কোয়ার্টার) অহিদুল ইসলাম এবং আদালতের পিপি, এপিপি ও জিপিসহ আইনজীবীরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে পিপি অ্যাডভোকেট জোবদুল হক জানান, বিচারক ও আইনজীবীদের ক্ষতি করার জন্যই পরিকল্পিতভাবে সিঁড়িতে ককটেল সদৃশ বস্তু রাখা হয়। তবে কারা এসব আদালতে রেখে গেছে তা জানা যায়নি।

বস্তুগুলো উদ্ধার করে পানিতে ভিজিয়ে রেখেছে পুলিশ।

এ ব্যাপারে তদন্ত চলছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।