রাজশাহী: রাজশাহীতে আলুবোঝাই পিকআপ ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের সামনে ওই পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুইয়া বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধকারীরা আলুবোঝাই পিকআপটিতে আগুন দেয়।
তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। বর্তমানে বিমানবন্দরের আশপাশের এলাকায় নাশকতাকারীদের আটক করতে অভিযান চলছে বলে জানান তিনি।
পিকআপের চালক নাজমুল জানান, আলুবোঝাই করে নওহাটা থেকে বায়া বাজারে যাওয়ার পথে অবরোধকারীরা লাঠি নিয়ে গাড়ির গতিরোধ করে। এ সময় ভয়ে পিকআপ থামাতে বাধ্য হন তারা। এরপর অবরোধকারীরা গাড়িতে আগুন দেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
এদিকে, অবরোধে রাজশাহী মহানগরীর হেতেম খাঁ ও রাজশাহী কলেজের সামনে পুলিশের ওপর ছাত্রদল নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকালে রাজশাহী কলেজের মহিলা ছাত্রীনিবাসের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সেখানে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, মহানগরীতে দুপুর পর্যন্ত আর কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সতর্ক রয়েছে।
এছাড়া সোমবার দুপুর ১টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় কোনো আটকের খবর পাওয়া না গেলেও জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
** রাজধানীর নর্দায় যাত্রীবাহী বাসে আগুন