গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোঁড়ার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার সকালে গোবিন্দগঞ্জ থানায় থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাফুজ রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউকে জানান, মামলায় বিএনপি-জামায়াতের ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মাহাফুজ রহমান জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা ব্রিজ এলাকায় রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছুঁড়ে মারে অবরোধকারীরা।
এ সময় ওই বাসের যাত্রী পারভেজ মিয়া (৩৫) নামে এক শ্রমিক আতঙ্কে জানালা দিয়ে মহাসড়কে লাফ দিলে রংপুর থেকে বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এঘটনায় বাসের ৩ যাত্রী দগ্ধ হন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫