ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গৃহবধূ, রিকশাচালক ছাড়াও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে আসা কর্মী রয়েছেন।
তাদের বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- সামিউল (৪৫), রিকশাচালক। তিনি আজিমপুরে ভিকারুন্নেসা নূন স্কুলের সামনে ককটেল বিস্ফোরণে আহত হন। ককটেল বিস্ফোরণে আহত অপর রিকশাচালক হলেন মো. মিলন (৩২)। বংশাল নাদিরা বাজারে মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে তিনি আহত হন।
এছাড়া বংশালের সুরিটোলা স্কুলের সামনে দিয়ে রিকশাযোগে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আসতে গিয়ে ককটেলে আহত হন মারিয়া আক্তার নিপা (২৫) নামে এক গৃহবধূ।
এছাড়া পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে পায়ে হেঁটে যাওয়ার সময় আব্দুল জব্বার (৪০) নামে এক ব্যক্তি আহত হন।
এদিকে, সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে শহীদ মিনারে অবস্থানকালে ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
তারা হলেন- হাসান (২৫), জাবেদ (৩৫), আসলাম (২৫) ও মিলন ৩২। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন সঙ্গে থাকা আবুল কালাম।
আবুল কালাম জানান, নবাবগঞ্জ থেকে সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসেছি। শহীদ মিনারে শতাধিক কর্মী অবস্থান করছিল। হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটলে চারজন আহত হন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক রিয়াজ মোর্শেদ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫