রাঙামাটি: ৯ ঘণ্টা বিরতির সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত রাঙামাটি শহরে ফের কারফিউ জারি করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় জেলা প্রশাসন বিকেল এ ঘোষণা দেয়।
এর আগে রোববার বিকেলে শহরের বিভিন্ন স্থানে পাহাড়ি-বাঙালির সংঘর্ষের পর শহরে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।
পরে বেলা ১১টা থেকে আবারো শহরে কারফিউ জারি করা হলেও ঘণ্টাখানেকের মধ্যে সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল করে জেলা প্রশাসন।
পুলিশ জানায়, রোববার জরুরি অবস্থা চলাকালে রাতে শহরের বিভিন্ন স্থান থেকে অন্তত ৩৫ জনকে গ্রেফতার ও অন্তত ৮০ রাউন্ড গুলি করেছে পুলিশ। তবে এসব গুলিতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, শহরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে টহল দিতে দেখা গেছে। এদের সঙ্গে সোমবার সকাল থেকে র্যাব-৭ এর ৫টি গাড়িকে শহরে টহল দিতে দেখা যায়।
রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টা থেকে শুরু হওয়া কারফিউ মঙ্গলবার সকাল ৭টায় প্রত্যাহার হলেও ১৪৪ ধারা বজায় থাকবে।
রাঙামাটির জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫