ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংকট নিরসনে অভিভাবকের ভূমিকা পালনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১২জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) দলের পক্ষে এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রধান দুই দলের রাজনৈতিক বিবাদে দেশে যে অচলাবস্থা বিরাজ করছে তা প্রত্যেক বিবেকবান নাগরিককে ভাবিয়ে তুলছে।
দেশবাসী এ সঙ্কটের শান্তিপূর্ণ উত্তরণ চায়। অথচ উভয় পক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমান্বয়ে আরও জটিল হচ্ছে। এ অবস্থা কারো জন্যই কল্যাণকর নয়।
রাজনৈতিক সঙ্কট নিরসনে রাষ্ট্রপতিকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে চরমোনাই পীর বলেন, আপনি (মহামান্য রাষ্ট্রপতি) সব রাজনৈতিক পক্ষকে সংলাপের আহবান জানিয়ে অভিভাবকের ভূমিকা পালন করুন।
জাতিকে সঙ্কট থেকে উত্তরণে রাষ্ট্রপতির অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যও চরমোনাই পীর রাষ্ট্রপতির প্রতি আহবান জানান ।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৫