ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় বনফুলে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় বনফুলে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটে বনফুল নামে একটি প্রসিদ্ধ খাবারের দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ চন্দ্র দে’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের রেলরোডে অবস্থিত প্রতিষ্ঠানটির একটি বিক্রয় কেন্দ্রে অভিযান চালায়।



এসময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে প্রতিষ্ঠাটিকে ১৫ হাজার টাকা জরিমানা করে আদালত। এছাড়া বনফুল কর্তৃপক্ষকে দোকানে বিক্রির জন্য রাখা সব ধরনের খাবারের মূল্য তালিকা দোকানের সামনে টাঙ্গিয়ে রাখার নির্দেশ দেয়।
পরে মেয়াদ উত্তীর্ণ ওই খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ চন্দ্র দে বাংলানিউজকে জানান, বনফুল নামে দোকানটিতে মেয়াদ উর্ত্তীর্ণ বিস্কুট, চানাচুর, কেক ও আইসক্রিম পাওয়া গেছে। পরে বনফুলের মালিক অমল কুমার সাহাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।