বগুড়া: বগুড়ায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন (১২ জানুয়ারি) ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে কয়েকটি স্থানে সংঘর্ষ, বেশকিছু গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যক্তিগত সহকারী মাহফুজ (৪৮) আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৩ বিএনপি নেতাকে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানা গেছে, সোমবার সকালে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল শহরের সাতমাথায় যাওয়ার চেষ্টাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। সেখান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: মেহেদী হাসান হিমুসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এর কিছু সময় পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরের শেরপুর রোড কানুছগাড়িতে ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালান হরতালকারীরা। এছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এরপর দুপুর একটা না বাজতেই মূল শহরের ভেতর রিকশা ভ্যানসহ ছোট ছোট যানবাহন চলাচল শুরু করে। বাড়তি নিরাপত্তার মধ্যে অধিকাংশ দোকানপাট খোলা দেখা গেছে। এছাড়া আদালতসহ অন্যান্য সরকারি দফতরগুলোতে স্বাভাবিক কর্মকাণ্ড চলেছে। শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিএনপি বা ২০ দলের কোনো নেতাকর্মীর দেখা না মিললেও আগের দিনগুলোর মতোই আওয়ামী লীগ ছিল সোচ্চার। রাজপথ দখলে রেখে খন্ড খণ্ড মিছিল ও সমাবেশ করেন তারা।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৫