ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর শ্যামপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রাজধানীর শ্যামপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩

ঢাকা: রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকায় একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।



এদের মধ্যে এনামুল হকের (৩৮) শতকরা ২০ ভাগ, মো. পলাশের (২০) শতকরা ২০ ভাগ এবং মো. বাবলুর (২২) শতকরা ৫০ ভাগ পুড়ে গেছে।

এনামুল বাংলানিউজকে জানান, কারখানায় স্টিল গলানোর সময় বিস্ফোরণ ঘটলে আমরা তিনজন দগ্ধ হই। পরে কারখানার গাড়ি চালক আবুল কাশেম উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে।

হাসপাতাল বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক শরীফুল ইসলাম বাবলু জানান, দগ্ধদের মধ্যে বাবলুর অবস্থা আশঙ্কাজনক।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্যামপুর বালুর মাঠ ৬ নম্বর রোডে অবস্থিত ওই কারখানায় গ্যাস লাইনের রাইজার বানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।