ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
না.গঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানে আগুন

নারায়ণগঞ্জ : অবরোধ চলাকালে সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরে দু‍’টি যাত্রীবাহী উৎসব পরিবহনের বাস ও একটি কাভার্ডভ্যানের আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় উৎসব পরিবহনের দু’টি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-১৫৮৫) ও (ঢাকা মেট্রো ব ১৪-০৪২০) এবং একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ড-১১-১৯২৮) গতিরোধ করে দুর্বৃত্তরা।

ওই সময়ে দুর্বৃত্তরা গাড়ি তিনটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে করে বাস দু’টির বেশিরভাগ অংশ পুড়ে যায়। আর কাভার্ডভ্যানটির আংশিক পুড়ে গেছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।