ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজী সেলিমের বিরুদ্ধে পুনরায় হাইকোর্টে বিচারের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
হাজী সেলিমের বিরুদ্ধে পুনরায় হাইকোর্টে বিচারের নির্দেশ

ঢাকা: সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলায় পুনরায় হাইকোর্টে বিচারের নির্দেশ দিয়েছেন আদালত।



দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আপিলের প্রেক্ষিতে সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কারাদন্ড দেয় বিচারিক আদালত।

২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।

আপিলের শুনানি শেষে  রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।