বরিশাল: বরিশালে অবরোধের সমর্থনে ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বাসটি বরগুনা থেকে ঢাকায় যাচ্ছিল।
সোমবার রাত ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস (কর্ণকাঠী) সংলগ্ন পটুয়াখালী-বরিশাল সড়কের খয়েরাবাদ সেতুর ঢালে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
বাসের চালক মো. নজরুল ইসলাম জানান, সাকুরা পরিবহনের (মেট্রো-ব-১১-৪৬০১) বাসটিতে ২৯ জন যাত্রী নিয়ে রাত ৮টায় ঢাকার উদ্দেশে বরগুনা থেকে রওয়ানা দেন তিনি।
সর্বশেষ, বাকেরগঞ্জ থেকে ২৯ জন যাত্রী নিয়ে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় খয়েরাবাদ সেতু পার হয়ে ঢালে নামা মাত্র দুই দিক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাসটিকে লক্ষ করে কিছু নিক্ষেপ করে। আর এতে সঙ্গে সঙ্গে বাসের বাইরের চারদিকে আগুন লেগে যায়।
চালক জানান, বাসটিতে দ্রুত সড়কের পাশে থামিয়ে যাত্রীদের সবাইকে নিরাপদে নামিয়ে আনেন। এরপর স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বাসের হেলপার রবিউল ইসলাম জানান, যাত্রীদের পরে নিরাপদে সাকুরা পরিবহনের ঢাকাগামী অপর একটি বাসে তুলে দেওয়া হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, ঢাকাগামী সাকুরা পরিবহনের এ বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটায়। এতে বাসের বাইরে ও ভেতরের কিছু অংশ পুড়ে গেছে। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে অন্য একটি বাসে তুলে দেওয়া হয়েছে।
নাশকতা সৃষ্টিকারীদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫