চাঁদপুর: চাঁদপুরের কাছে মেঘনা নদীতে দু’টি লঞ্চের সংঘর্ষে ছয় বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মেঘনা নদীর চাঁদপুরের মোহনা এলাকায় বরিশালগামী এমভি পারাবত-৯ লঞ্চ রাতের ঘন কুয়াশায় ঢাকাগামী এমভি সুন্দরবন-৮ লঞ্চকে ধাক্কা দেয়।
নিহত শিশুটির নাম শাকিল (৬)। অপর দুজন হলেন, সাহানা বেগম (৫০) ও রুপা বেগম (২৭)। সাহানা বেগমের ঘটনাস্থলে এবং রূপা ও শাকিলের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত তিনজনেরই বাড়ি বরিশাল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তারা ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা ছিলেন। বরিশাল থেকে ঢাকায় ফিরছিলেন তারা।
লঞ্চের একাধিক প্রত্যক্ষদর্শী যাত্রী বাংলানিউজকে জানান, এমভি পারাবত-৯ লঞ্চটি গভীর রাতে হঠাৎ করেই সুন্দরবন-৮ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সুন্দরবন লঞ্চের ডান দিকের ৪টি কেবিন।
পুলিশ জানায়, আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে রূপা ও শাকিলের অবস্থা গুরুতর হওয়ার তাদের ঢাকায় পাঠানো হয়। কিন্তু পথেই তাদের মৃত্যু হয়।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, রাতে ঘন কুয়াশায়ার জন্যে এ ঘটনা ঘটতে পারে। তিনি জানান, লঞ্চদুটি রাতেই নিজ নিজ গন্তব্যে ঢাকা ও বরিশাল পৌঁছে যায়।
বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫/আপডেটেড: ১০২৫ ঘণ্টা