গোয়ালন্দ (রাজবাড়ী): ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ রুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় নৌরুটের মার্কিং (বিকন বাতি) বাতি অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে সোমবার দিনগত রাত পৌনে ৩টা থেকে এ রুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয় ৬টি ফেরি।
টানা ৮ ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব অনেকটা কমে এলে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে পুনরায় ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়।
এসময় নদী পাড়ের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে আটকে পড়ে কয়েকশ’ বিভিন্ন যানবাহন। তীব্র শীতের মধ্যে আটকে পড়া যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫