ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধ চলছে জনতার বিরুদ্ধে

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
অবরোধ চলছে জনতার বিরুদ্ধে ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনতার বিরুদ্ধে অবরোধ চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের  (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার আসাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ট্রাফিক দক্ষিণ ও বন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম’-এ তিনি এ মন্তব্য করেন।



আসাদুজ্জামান মিয়া বলেন, নাশকতার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সভা-সমাবেশ করার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ‍বিএনপি সমাবেশ করতে পারবে কিনা এমন প্রশ্নের জাবাবে নবনিযুক্ত কমিশনার বলেন, এটি জননিরাপত্তার বিষয়। সভা-সমাবেশের কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়লে তা করতে দেওয়া হবে না।

বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশসময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।