ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শিল্পী পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের মনিরাম বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এতে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে চরফ্যাশন থেকে ভোলাগামী শিল্পী পরিবহনের একটি বাস বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকার মনজু মিয়া বাড়ি দরজায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ২৫ যাত্রী আহত হন। এদের মধ্যে তিনজনকে বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে নুরুল (৭০), জাহাঙ্গীর (২৯), জামাল (৩০), শাহিদা (৩০) ও মাসুমার (৩৫) নাম জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বাংলানিউজকে জানান, কিভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এতে প্রাথমিকভাবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
বাসটি উদ্ধার হলেই জানা যাবে বাসের মধ্যে কেউ আটকা পড়ে মারা গেছেন কিনা।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫