ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংঘর্ষে নিহত ৩

দুই লঞ্চেরই রুট পারমিট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
দুই লঞ্চেরই রুট পারমিট বাতিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাঁদপুরের কাছে মেঘনা নদীতে এমভি পারাবত-৯ ও এমভি সুন্দরবন-৮  লঞ্চের সংঘর্ষের ঘটনায় লঞ্চ দু’টির রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শাসছুদ্দোহা খন্দকার বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।



তবে পারাবত-৯ লঞ্চের ম্যানেজার মোখলেসুর রহমান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, রুট পারমিট বাতিল হয়নি।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মেঘনা নদীর চাঁদপুরের মোহনা এলাকায়  বরিশালগামী এমভি পারাবত-৯ লঞ্চ রাতের ঘন কুয়াশায় ঢাকাগামী এমভি সুন্দরবন-৮ লঞ্চকে ধাক্কা দেয়। এতে ছয় বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

** বরিশালে আটক এমভি পারাবত ৯
** মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষে নিহত ৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।