ঢাকা: বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধের অষ্টম দিনে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সকালে কিছু সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকেল থেকে স্বাভাবিক নিয়মেই টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বাসগুলো।
অন্যদিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অবরোধ কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সায়দাবাদ বাস টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) সকালে সরেজমিন ঘুরে সায়দাবাদ বাস টার্মিনালের পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
সায়দাবাদ বাস টার্মিনালে ইউনিক পরিবহনের কাউন্টারের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রবিউল আউয়াল বাংলানিউজকে বলেন, যাত্রী না থাকায় অবরোধ শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক নিয়মে দূরপাল্লার বাসগুলো ছাড়া সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, অন্যান্য দিনে বেলা ১১টা পর্যন্ত তাদের প্রায় আটটি বাস টার্মিনাল ছেড়ে যায়। কিন্তু অবরোধের কারণে মঙ্গলবার মাত্র তিনটি বাস টার্মিনাল ছেড়ে গেছে।
রবিউল আউয়াল বলেন, অবরোধের কারণে সকালে বাস কিছুটা কম ছাড়লেও বেলা বাড়ার সঙ্গে টার্মিনাল থেকে বাসগুলো স্বাভাবিক নিয়মেই ছেড়ে যায়। কারণ বিকেলের দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।
বিকেলের দিকে যাত্রীর চাপ বাড়তে থাকায় বাস ছাড়তে তাদের কোনো সমস্যা হয় না। যাত্রী থাকলে বাস সময় মতো ছেড়ে যাবে, এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন রবিউল।
ঢাকা-চট্টগ্রামগামী পরিবহন নিউ ঈগলের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) মোহাম্মদ জহিরুল ইসলাম প্রদীপ বাংলানিউজকে বলেন, অবরোধের কারণে কিছুটা সমস্যাতো হচ্ছেই। সকালে যাত্রীই পাওয়া যায় না।
তিনি বলেন, হরতাল বা অবরোধ না থাকলে বেলা সাড়ে ১১টার মধ্যে নিউ ঈগল পরিবহনের প্রায় ২০টি বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত মাত্র চারটি বাস টার্মিনাল ছেড়ে গেছে।
প্রদীপ বলেন, সকালে বাস কম ছাড়লেও বিকেল থেকে স্বাভাবিক নিয়মেই বাসগুলো টার্মিনাল ছাড়ছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বিকেল থেকে যাত্রীর চাপ বেশি থাকে। আর এই কারণেই বিকেলের সময়সূচি নিয়ে কোনো সমস্যা হয় না বলে তিনি জানান।
অন্যদিকে একই কথা জানালেন দোলা পরিবহণের কাউন্টার ব্যবস্থাপক উত্তম দাশ।
বাংলাদেশ সময় : ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫