ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
খিলক্ষেতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে অগ্নিদগ্ধ হয়ে গণি মিয়া (৬৫) মিয়া নামে এক বৃদ্ধ মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি চিকি‍ৎসাধীন অবস্থায় মারা যান।



গণি মিয়ার পরিবার প্রতিবেশি জসিম মিয়ার পরিবারকে এ অগ্নিকাণ্ডের জন্য দায়ী করেছেন।

গণি মিয়ার মেয়ে সেলিনা বেগম জানান, রোববার (১২ জানুয়ারি) রাতে তার বাবা বাসার বারান্দায় ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত ২টার দিকে গণি মিয়ার চি‍ৎকার শুনে বাড়ির সবাই বাহিরে এসে দেখেন গণি মিয়ার শরীরে আগুন লেগেছে।

ভোর ৪টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি কর‍া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে মারা যান তিনি।


সেলিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার মা আয়েশা বেগমের কাছে প্রতিবেশি জসিম মিয়া সেলিনা বেগমের সঙ্গে নিজের বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। বর্তমানে জসিমের তিনজন স্ত্রী থাকায় সেলিনার মা ওই প্রস্তাবে রাজী হয়নি।  

এদিকে  সোমবার দুপুরে এলাকাবাসীর সামনে আয়েশা বেগম ও জসিমের স্ত্রী দুধনা বেগমের মধ্যে ওই বিষয়কে কেন্দ্র করে ঝগড়া হয়। এ সময় দুধনা বেগম তাকে দেখে নেবো বলেও হুমকি দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, এরকম একটি অভিযোগ তদের কাছে এসেছে। তিনি খিলক্ষেত থানায় এ বিষয়ে জ‍ানিয়েছেন।

খিলক্ষেতের টেম্পুস্ট্যান্ড এলাকার পাতিরায় গণি মিয়াবাড়ি। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।