ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুদকের মামলা

সাইকেল পার্টস আমদানির নামে অর্থ পাচার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সাইকেল পার্টস আমদানির নামে অর্থ পাচার ছবি: প্রতীকী

ঢাকা: সাইকেল পার্টস আমদানির নামে মার্কিন ডলার পাচারের অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ব্যবসায়ীর নাম মায়া ইসলাম।

রাজধানীর বংশালের মায়া ট্রেড এর স্বত্বাধিকারী তিনি।

মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়। অনুসন্ধানকারী কর্মকর্তা এবং দুদকের উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হক তার প্রতিবেদনে মায়া ইসলামের বিরুদ্ধে ১৭ হাজার ১২৭ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনেন।

প্রতিবেদনে বলা হয়, সাইকেল পার্টস ও ট্রাই সাইকেল আমদানির ক্ষেত্রে সরকারি ঘোষণায় আমদানিকৃত পণ্যের মূল্য কম প্রদর্শনপূর্বক পণ্যের বিপরীতে এ মার্কিন ডলার পাচার করা হয়।

দুদকের মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় কমিশন মায়া ইসলামের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়। জানা গেছে, শিগগিরই দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

** এবি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।