ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে ৪৩ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে মেসার্স ফাইজ উদ্দিন অ্যান্ড কোম্পানির স্বত্ত্বাধিকারী মোহাম্মদ রফিকের বিরুদ্ধে পৃথক দু’টি চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত সভায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জশিটের অনুমোদন দেয় দুদক।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মেসার্স ফাইজ উদ্দিন অ্যান্ড কোম্পানির স্বত্ত্বাধিকারী মোহাম্মদ রফিক ওরফে মোহাম্মদ রাফি এলসি খুলে খাদ্যপণ্য আমদানির নামে ৪৩ লাখ ৪ হাজার ৭১৫ মার্কিন ডলার সংযুক্ত আরব আমিরাত পাচারে করেন।
প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়ায় গতবছরের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার থানায় পৃথক দু’টি মামলা দায়ের করছিলো দুদক।
এর মধ্যে ২ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগে একটি এবং ৪০ লাখ ২৬ হাজার ৭১৫ মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা দু’টি দায়ের করে দুদক।
দুদকের তদন্তেও অভিযোগ প্রমাণিত হওয়ার কমিশন মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২)(৩) ধারায় চার্জশিট অনুমোদন দেয়। দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা বিষয়টি তদন্ত করেন। আদালতে তিনি মামলা দু’টির চার্জশিট দাখিল করবেন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫