ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরবে রেলমন্ত্রী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
উমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরবে রেলমন্ত্রী

রিয়াদ: পবিত্র উমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরবে এসেছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

সোমবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।

এ সময় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, ফ্রেন্ড অব বাংলাদেশের সভাপতি মমতাজ হোসেন চৌধুরী, ভিপি ফারুকসহ বিপুল সংখ্যক বাংলাদেশি রেলমন্ত্রীকে স্বাগত জানান।

ফেন্ডস অব বাংলাদেশ সভাপতি মমতাজ হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, মন্ত্রী ব্যক্তিগত সফরে উমরাহ পালনের জন্য সস্ত্রীক সৌদি আরব এসেছেন।

রেলমন্ত্রী মক্কায় উমরাহ পালন ও মদীনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজাপাক জিয়ারত শেষ আগামী সপ্তাহে ঢাকায় ফিরবেন বলে জেদ্দা কনস্যুলেটের একটি সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।

এরআগে, ২০১৩ সালের ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করেছিলেন মন্ত্রী। বিয়ের পর এটাই তার প্রথম সৌদি সফর।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।