ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে শান্তি র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রাঙামাটিতে শান্তি র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: টানা তিনদিনের সংঘাত-হানাহানির পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে শান্ত হয়ে এসেছে পার্বত্য জেলা রাঙামাটি।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ সভা শেষে দুপুরে শহরে শান্তি র‌্যালি বের করা হয়।



র‌্যালিতে স্থানীয় দুই সংসদ সদস্য উষাতন তালুকদার, ফিরোজা বেগম চিনু, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক শামসুল আরেফিন, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে র‌্যালিটি বনরূপা হয়ে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা স্থগিতের সিদ্ধান্ত হয়। তবে ৫টার পর থেকে ১৪৪ ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এছাড়া সভ‍ায় পাড়ায় মহল্লায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, র‌্যালির পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে শহরের পরিস্থিতি। শহরে যান চলাচল বাড়ছে।

রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার এবং ফিরোজা বেগম চিনু জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন,  জাতি ভেদাভেদ ভুলে সম্প্রীতির চেতনায় আবদ্ধ হতে। ভবিষ্যতে রাঙামাটিতে যেন এ ধরনের হানাহানি না হয় রাঙামাটিবাসীর প্রতি এ অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।