কুমিল্লা: কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাশার অফিস স্টাফ সাইফুল ইসলামকে মারপিট করেছে ছাত্রদল নেতাকর্মীরা। এসময় দৈনিক পূর্বাশার ২ শতাধিক পত্রিকা ছিঁড়ে টুকরো টুকরো করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অবরোধে কুমিল্লার সিনিয়র নেতারা মাঠে না থাকার ব্যাপারে দৈনিক পূর্বাশায় সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ কুমিল্লায় বেশ তোলপাড় সৃষ্টি করে।
সংবাদ প্রকাশের জের ধরে সকালে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দৈনিক পূর্বাশার অফিস স্টাফ সাইফুল ইসলামকে জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার ডেকে নেয়।
তারপর কায়সারের নির্দেশে সাইফুলকে মারপিট করে ছাত্রদল নেতাকর্মীরা এবং প্রায় ২শ’ পূর্বাশা পত্রিকা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে।
এ বিষয়ে দৈনিক পূর্বাশার নির্বাহী সম্পাদক এইচ এম জাকারিয়া মানিক বাংলানিউকে বলেন, আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইনি ব্যবস্থা নিবো। ২০১৩ সালে এই নিজাম উদ্দিন কায়সারের নির্দেশেই দৈনিক পূর্বাশা পত্রিকার ছিড়ে টুকরো টুকরো করা হয়েছিল।
এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ময়নামতি নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক এনামুল হক ফারুক, সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির রনি, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন জাকির, দপ্তর সম্পাদক বাহার রায়হান, পাঠাগার সম্পাদক এম এ বাশার খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাওহিদ হোসেন মিঠু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫