লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী আর্জিনা খাতুন (১৪)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাঁজ গ্রামে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করেন।
আর্জিনা খাতুন উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাঁজ গ্রামের আজগার আলীর মেয়ে। সে ওই এলাকার কুমড়িরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেড় লাখ টাকা যৌতুকের মধ্যে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে একই উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি বাজার এলাকার নজমল হোসেনের ছেলে বাবুর (২০) সঙ্গে বিয়ে ঠিক হয় আর্জিনার।
বিয়ের খবর পেয়ে মঙ্গলবার বিকেলে আর্জিনার বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন ইউএনও জহুরুল ইসলাম। এ সময় বর-কনেসহ সবাই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিয়ে বাড়ির লোকদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন জব্দ করেন ইউএনও।
পরে, ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় বাল্যবিয়ে বন্ধ করতে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অঙ্গীকার করেন স্থানীয় ইউপি সদস্যসহ আর্জিনার প্রতিবেশীরা।
এ সময় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলী, কুমড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫