সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বালিয়াগাঁও এলাকায় ৪০ টন চোরাই কয়লা উদ্ধার করেছে সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বালিয়াঘাটা বিওপি’র জোয়ানরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে তাহিরপুর উপজেলার বালিয়াগঁও নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দুপুরে তাহিরপুর উপজেলা বালিয়াগাঁও এলাকায় টহলের সময় বালিয়াঘাটা বিওপি’র জোয়ানরা নদীর তীর পরিত্যক্ত অবস্থায় থাকতে দেখে প্রায় ৪০টন কয়লা উদ্ধার করে।
সুনামগঞ্জ-৮বিজিবি’র বালিয়াঘাটা বিওপি’র নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রতিটন কয়লার বর্তমান বাজার মূল্য ৮ হাজার।
তিনি আরও জানান, চোরাচালানীরা সীমান্তেও ওপার থেকে অবৈধভাবে কয়লা এনে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪