ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার নবনিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে রনিল বিক্রমাসিংহের আমলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বার্তা অভিনন্দন জানিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
একই সঙ্গে পূর্বসূরীদের আমলে দুই দেশের মধ্যে যে বন্ধন রচিত হয়েছে আপনার সময়ে তা আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশ শ্রীলংকার মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং প্রতিরক্ষা বিষয়ে চমৎকার সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে আরও নতুন নতুন ক্ষেত্রে উভয় দেশ এক সঙ্গে কাজ করতে পারে।
রনিল বিক্রমাসিংহের অভিজ্ঞতা ও নেতৃত্বের উভয় দেশের জনগণের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হবে বলেও মনে করেন তিনি।
এর আগে ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
** প্রধানমন্ত্রীর সঙ্গে মালেশিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ