ঢাকা: এজলাস কক্ষ থেকে বোমা উদ্ধারের এক দিন পর সুপ্রিম কোর্টের নিরাপত্তার বিষয়ে বিচারপতি নিয়ে জাজেস কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি।
কমিটিতে প্রধান হিসেবে রয়েছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এ বিষয়ে মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামান জানান, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই কমিটি গঠন করে দিয়েছেন। এ কমিটি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেয়া যায় তা সুপারিশ আকারে প্রধান বিচারপতিকে একটি প্রতিবেদন দিবে।
কমিটি অন্য সদস্যরা হচ্ছেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি এএফএম আবদুর রহমান, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর।
এ ছয় জন হাইকোর্ট বিভাগের বিচারপতি।
এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের নিরাপত্তা রক্ষায় জিরো টলারেন্স দেখাবে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
বাংলাদেশ সময়: ২৩০৫, জানুয়ারি ১৩, ২০১৫