রাজশাহী: রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় আবাসিক হোটেল থেকে সেলিম রেজা আব্বাস (৫৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার হ্যাভেন নামের ওই হোটেলের ২০৫ নম্বর কক্ষে মৃতদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে মহনগরীর বোয়ালিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসন খন্দকার জানান, শনিবার মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা আব্বাস আবাসিক হোটেল হ্যাভেনে উঠেন। পরদিন সে অসুস্থ হয়ে পড়েন। তার ভাতিজা মিন্টু হোসেন তাকে রামেকের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেদিনই একটু সুস্থ হলে আব্বাস আবারো হোটেল যান। সেখানেই আব্বাস মঙ্গলবার দুপুরে মারা যান।
হোটেলের কর্মচারীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ এসে আব্বাসের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাংলদেশ সময়: ০২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫