ঢাকা: কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের উত্সাহিত করতে যুক্তরাজ্য গতবছর কুইন ইয়াং লিডারস পুরষ্কার চালু করে। আর প্রথমবারেই বাজিমাত করলেন বাংলাদেশের তরুণ সামির শিহাব।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর থেকে ৬০ জন তরুণ উদ্যোক্তাদের প্রথমবারের মতো এ পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়। আগামী জুন মাসে এ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিবেন রানী এলিজাবেথ। ৬০ জন তরুণ উদ্যোক্তার বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। শিক্ষা, জলবায়ু পরিবর্তন, লিঙ্গ বৈষম্যসহ বিভিন্ন বিষয়ে অন্যকে সহায়তা করা, জনসচেনতা তৈরি এবং প্রচলিত ধারার পরিবর্তন আনতে অন্যকে উত্সাহিত করার দিকগুলো বিবেচনা করে বিভিন্ন দেশ থেকে ৬০ জনকে নির্বাচিত করা হয়েছে।
রানী এলিজাবেথ ডায়মন্ড জুবলি ট্রাস্ট, কমিক রিলিফ এবং দ্য রয়েল কমনওয়েলথ সোসাইটি অংশিদারিত্বে কুইন ইয়াং লিডারস পুরষ্কার চালু করা হয়। তরুণদের উদ্যোক্তা নেতৃত্ব তৈরি ও কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর সর্বসাধারণের জীবনমান উন্নয়নই কুইন ইয়াং লিডারস পুরষ্কারের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫