ফেনী: ফেনী শহরের পিটিআই এলাকা থেকে ঠোঁটকাটা রতন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের ট্রাংক রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
সন্ত্রাসী রতন যুবলীগ কর্মী ও আলোচিত ফুলগাজী উপজেলা চেয়্যারম্যান একরামুল হক একরাম হত্যকাণ্ডের পরিকল্পনাকারী ফেনী পৌর যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টারের সহযোগী বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ফেনী র্যাব-৭ এর ইনচার্জ মেজর আহমেদ হোসেন মো. মহিউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রতনের বিরুদ্ধে সড়কে ডাকাতি, ছিনতাই, লুটসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ট্রাংক রোডে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল ও বন্দুকসহ পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ঠোঁটাকাটা রতনকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা শহরের পেট্টো বাংলায় মোবারক হোসেনের পরিত্যক্ত বাড়ি থেকে দুইটি পিস্তল, দুইটি বন্দুক, ছয় রাউন্ড কার্টুজ, দুই রাউন্ড গুলি, ১০টি বোমা ও ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫