গোয়ালন্দ (রাজবাড়ী): সাড়ে ছয় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নৌযান চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৪টায় এই রুটে নৌযান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, ভোরে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা থাকায় ভোর ৪টার দিকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে দু’টি ফেরি আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমায় সকাল সাড়ে ১০টার দিকে ফের ফেরি চলাচল শুরু হয়। এরপর আটকে পড়া ফেরি দু’টি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে, দীর্ঘ সময় ফেরি না চলায় রুটের উভয় ঘাটে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়েছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে গাড়িগুলো পার হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫