ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রিয়াজ রহমানের উপর হামলার স্থানে সিআইডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রিয়াজ রহমানের উপর হামলার স্থানে সিআইডি ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশান-২ গোলচত্বরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের হামলার ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সিআইডির ইউনিটটি সেখানে যায়।



গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চত করেন।

তিনি বলেন, ঘটনাস্থল ঘিরে রেখে তারা আলামত সংগ্রহ করছেন। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করতে সিআইডির ফরেনসিক ইউনিট আলামত সংগ্রহ করছে।


মঙ্গলবার রাতে (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান গুলিবিদ্ধ হন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেওয়া হয়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তার কোমর ও উরুতে দু’টি করে মোট চারটি বুলেট বিঁধেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বাংলাদেশ সময় : ১১৩১ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।