সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দু’জন নিহত ও দু’জন আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলায় ও মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার হাট ছোনগাছা এলাকার কালু শেখের ছেলে ইউসুফ আলী (৩০) ও সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়ার আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৭)।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারের কাছে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ইউসুফ আলী মারা যান। এসময় আহত হন অটোরিকশার দুই যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে, মঙ্গলবার রাত ১১টায় চর মালশাপাড়ার চায়না বাঁধ এলাকায় ট্রাকের চাপায় শহিদুল ইসলাম নামে এক নৈশ প্রহরী মারা গেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ও সিরাজগঞ্জ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫