ঢাকা: বিচারকদের উপর হামলা মানে রাষ্ট্রের উপর হামলা। যারা এসব হামলা চালাচ্ছে তারা সন্ত্রাসী, দুষ্কৃতিকারী।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অবরোধ চলাকালে সম্প্রতি ফেনীতে অবরোধকারীদের হামলায় আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরকে দেখতে হাসপাতালে আসেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে এধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের শামিল। দেশের মানুষকে সঙ্গে নিয়ে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করা হবে, তাদের (সন্ত্রাসী, দুষ্কৃতিকারী) আইনের আওতায় নিয়ে আসা হবে।
দেশের মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বেনজীর আহমেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একত্রিক হউন, তাদের সম্পর্কে আমাদের খবর দিন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। নিরীহ মানুষের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর গুলশানে সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় ৠাবের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন’।
গাইবান্ধায় পুলিশের উপস্থিতিতে বেশ কয়েকটি গাড়িতে অবরোধকারীদের হামলার ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাপারটি আমার জানা নেই। সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
অবরোধকারীদের নাশকতার মধ্যেই ৠাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করছে বলেও জানা ৠাবের এ মহাপরিচালক।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫/আপডেট: ১৩৪৬ ঘণ্টা