ঢাকা: গুলিবদ্ধ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের অবস্থা পর্যালোচনার জন্য ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিকেল বোর্ড বর্তমানে মিটিং করছেন।
রিয়াজ রহমানের ছোট ভাই ডা. ওমর রহমান বাংলানিউজকে জানান, এখনও শঙ্কা কাটেনি। তিনি মেডিকেল বোর্ডের ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। বোর্ডের মিটিং শেষ হলে সার্বিক অবস্থা জানানো যাবে। এ সময় রিয়াজ রহমানের মেয়ে আমেনা রহমানও উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বুধবার দুপুরে রিয়াজ রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি জানান, রিয়াজ রহমানের সঙ্গে তার ইশারায় কথা হয়েছে। তার অবস্থা শংকামুক্ত নয় বলেও জানান মাহবুবুর রহমান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই রিয়াজ রহমানকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগ হয়ে হাইডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুল হাসান ও গ্যাস্ট্রোইন্ট্রোলজিস্ট বিশেষজ্ঞ ডা. ফাইয়াজ হোসেন শুভের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, রিয়াজ রহমানের এমআর, এক্স-রে ও ইকো করা হয়েছে। এসব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়েই মিটিঙে বসেছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। রিপোর্ট পর্যালোচনা করে তার অস্ত্রোপচার কখন হবে বা কিভাবে হবে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেওয়া হয়।
রিয়াজ রহমানকে সঙ্গে সঙ্গে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বাংলানিউজকে জানান, তার (রিয়াজ রহমান) শরীরের চারস্থানে গুলিবিদ্ধ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এদিকে রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ হরতাল পালিত হবে।
** রিয়াজ রহমানের সঙ্গে কথা বলবে সিআইডি
** বিএনপিই রিয়াজ রহমানের উপর হামলা করেছে
** রিয়াজ রহমানের উপর হামলার স্থানে সিআইডি
** এখনও এইচডিইউতে রিয়াজ রহমান
** রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের শাস্তি দাবি যুক্তরাষ্ট্রের
** খালেদার পাশ থেকে সবাইকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে
** রিয়াজ রহমান আশঙ্কামুক্ত নন
** খালেদার উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ, গাড়িতে আগুন
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫