ঢাকা: ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে প্রচুর সংখ্যক গাড়ি। কিন্তু দেখা নেই যাত্রীর।
বুধবার (১৪ জানুয়ারি) চলমান অবরোধের দশম দিনে গাবতলী বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা যায়।
ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার সাগর বাংলানিউজকে বলেন, সকাল থেকে যাত্রী কম। অবরোধের দিনে পিকেটাররা গাড়িতে ঢিল মারে, আগুন দেয়। রাতে তেমন কিছু হয় না। তাই সন্ধ্যার পর যাত্রী কিছুটা বাড়ে। তবে দিনের বেলায় যার যার এলাকায় পুলিশ গাড়ির পিছনে পিছনে পাহারা দিয়ে নিয়ে যায়।
এছাড়া যাত্রী কম হওয়ায় বিভিন্ন বাসে ভাড়াও কম নেওয়া হচ্ছে বলে জানা যায়।
যশোর যাওয়ার ৩৬ সিটের চেয়ারকোচ পরিবহনে ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা ভাড়া নিতে দেখা গেছে।
আর সাধারণ পরিবহনগুলোর ভাড়া ২৮০ টাকা হলেও তুলনামূলক কম ভাড়া নিচ্ছে তারা।
বাংলাদেশসময়: ০৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫