ঢাকা: প্রায় পৌনে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আঞ্চলিক হিসাব কেন্দ্রের (ৠাক) উপ-পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
বুধবার (১৪ জানুয়ারি) দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি কমিশন এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। কমিশন থেকে ইতোমধ্যেই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালকে এসব অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর আলমনগরের আঞ্চলিক হিসাব কেন্দ্রের (ৠাক) উপ-পরিচালকের বিরুদ্ধে আট লাখ ১৭ হাজার ৯২০ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক।
অপরদিকে আইডিয়াল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ৪৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।
এছাড়া রংপুরের পীরগঞ্জের আদর্শ কাশিমপুর গ্রামের মোহাজার আলী খানের বিরুদ্ধে ১৬ লাখ ৫৭ হাজার ১৯৭ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যা দুদক অনুসন্ধান শুরু করেছে।
বাংলাদেশ সময: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪