ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাগাজী মডেল থানার ওসি ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
সোনাগাজী মডেল থানার ওসি ক্লোজড

ফেনী: সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফাকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ওসি-তদন্ত আরিফ ইকবালকে।



ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক ক্লোজের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রশাসনিক কারণে ওসি সৈয়দুল মোস্তফাকে প্রত্যাহার করা হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের ভৈরব চৌধুরী বাজারে মঙ্গলবার রাতে পিকেটাদের হামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও যুবলীগ নেতা মোবারক হোসেনকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদেরকে আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে বেলালের অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা যান।
 
এ ঘটনায় স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগ সভাপতি হাজী রহিম উল্যাহ দাবি করছেন,  আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে বেলাল মারা যান। বেলালের মৃত্যুর ঘটনায় সোনাগাজীতে বিএনপি-জামায়াতকে দায়ী করে উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।