ঢাকা: প্রধান বিচারপতি পদে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আদিবাসী সমাজের প্রথম কোনো ব্যক্তি হিসেবে নিয়োগ পাওয়ায় এসকে সিনহাকেও কমিটির বৈঠকে অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও এম এ আউয়াল এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির বলেন, প্রধান বিচারপতি পদে নিয়োগ পাওয়া এসকে সিনহা মনিপুরী সম্প্রদায়ের। আদিবাসী এ বিচারপতিকে সম্মানিত করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও প্রধান বিচারপতিকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া বৈঠকে পার্বত্য এলাকার সরকারি প্রতিষ্ঠানগুলোর শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ করা হয়েছে।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা গত ১২ জানুয়ারি প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন। আগামী শনিবার (১৭ জানুয়ারি) শপথ শেষে দেশের ২১তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এস কে সিনহা বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫