গোয়ালন্দ (রাজবাড়ী): কুয়াশায় ফেরি চলাচল বিঘ্ন ও স্বাভাবিক যানবাহনের সঙ্গে ইজতেমাগামী গাড়ির চাপের কারণে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকে পড়েছে ৫ শতাধিক যানবাহন। এতে মহাসড়কে ৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
এর ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগে পড়েছেন ইজতেমাগামী মুসল্লিরা।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে নদী পার হতে আসা বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। ফোর লেন সড়কের পশ্চিম পাশে দুই লাইনে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান এবং পূর্ব পাশের এক লাইনে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার।
এরমধ্যে সাধারণ পরিবহনের সঙ্গে যুক্ত হয়েছে ইজতেমাগামী বাস। দীর্ঘ সময় আটকে থেকে যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
ঘাট সূত্র জানায়, এ রুটে ১৪টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে আটকে পড়া যানবাহনগুলোকে দ্রুততার সঙ্গে পার করার চেষ্টা করা হচ্ছে। এ রুটে চলাচলকারী স্বাভাবিক যানবাহনের সঙ্গে ইজতেমাগামী অতিরিক্ত বাস আসায় দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে যানবাহন আটকা পড়েছে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫