ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিকাটুলিতে ভিওআইপি সরঞ্জামসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
টিকাটুলিতে ভিওআইপি সরঞ্জামসহ আটক ৩

ঢাকা: রাজধানীর টিকাটুলির ভগবতী লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় ৠাব-১০ পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।



এ সময় তিনটি মেশিন, বিভিন্ন অপারেটরের বেশ কিছু সিমসহ ভিওআইপি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধ‍ার করা হয়।

আটকদের নাম- নাসির আহম্মেদ (৩৭), রেজানুর রহমান ঈমন (৩৩) ও শেখ ইসরাফিল আলম (৩২)।
 
বিষয়টি নিশ্চিত করে ৠাব-১০ সিপিসি-১’র কম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট কাউসার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিকাটুলি ভগবতী লেনস্থ আবাসিক পাঁচতলা বাড়ির তিনতলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ভিওআইপি সরঞ্জামসহ হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।