ব্রাহ্মণবাড়িয়া: গ্রাম্য সালিশে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামে পুলিশ মিয়া (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে একদল লোক পুলিশ মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, একই এলাকার আকসির মিয়ার সঙ্গে ইটভাটার মালিকের টাকা লেনদেন সংক্রান্ত ঘটনায় সাক্ষি ছিলেন মৃত মধু মিয়ার ছেলে পুলিশ মিয়া। এ নিয়ে সালিশ হলে পুলিশ মিয়াও সাক্ষ্য দেন। এরই জের ধরে প্রতিবেশি আকসির মিয়া ও তার লোকজন সকালে বাড়িতে ঢুকে পুলিশ মিয়াকে পিটিয়ে হত্যা করে।
নাসিরনগর থানার উপ পরিদর্শক (এসআই) মনীন্দ্র নাথ জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫