রাজশাহী: রাজশাহীতে ‘রেডিমিক্স প্ল্যান্ট’ স্থাপন করছে এনা গ্রুপ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সিটি বাইপাস এলাকায় এ প্ল্যান্টের উদ্বোধন করা হবে।
প্ল্যান্টের সহকারী ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম জানান, অনেক কিছু বিবেচনায় নিয়ে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহী মহানগরীতে এ প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। এর ফলে নির্মাণকাজ হবে সহজ ও আধুনিক।
এছাড়া এ শিল্প স্থাপনের ফলে নির্মাণ কাজে ব্যয় কমানোর পাশাপাশি সময়ও বাঁচবে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির এ কর্মকর্তা।
মাহফুজুল ইসলাম জানান, সিটি বাইপাসের মিয়াপাড়ায় আট বিঘা জমি নিয়ে স্থাপন করা হয়েছে ‘এনা রেডিমিক্স প্ল্যান্ট’। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠান এনা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
রেডিমিক্স প্ল্যান্টের মাধ্যমে কম সময়ে ঢালাই কাজ করা যাবে। যে কোনো স্থানে ঢালাই উপকরণ নিজস্ব পরিবহনে কম সময়ে পৌঁছে দিতে পারবে প্রতিষ্ঠানটি।
খরচ কম হবে জানিয়ে তিনি বলেন, একতলা থেকে শুরু করে ২০ তলা ভবনেও সহজে ঢালাই উপকরণ পৌঁছে দেওয়া যাবে। কোরীয় প্রযুক্তিতে এর মান পরীক্ষা ও নিয়ন্ত্রণ করা হয়েছে।
এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক জানান, অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকা রাজশাহী অঞ্চলের স্থাপত্য শিল্পকে এগিয়ে নিতে ও সহজ করতে এনা রেডিমিক্স প্রতিষ্ঠা করা হয়েছে।
এতে স্থানীয় লোকজন লাভবান হওয়া ছাড়াও অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি রেডিমিক্স প্ল্যান্ট নির্মাণ বিষয়ে বলেন, এ প্ল্যান্ট স্থাপনের মধ্য দিয়ে এ অঞ্চলের নির্মাণ কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করা যাবে। নির্মাণ শিল্পে পিছিয়ে থাকা এ অঞ্চল দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
এছাড়া উত্তরবঙ্গের উন্নয়নে শিগগিরই আরও নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫