ঢাকা: বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন নিয়ে খেললে সে আগুনে নিজের হাতই পুড়ে যাবে। দেশে চলমান ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আগুন নিয়ে যারা খেলতে যায় তাদের হাত আগুনেই পোড়ে। এটা হলো বাস্তবতা। নিজেদের আগুনেই নিজেদের যে পুড়তে হয় সে ঘটনাও তো ঘটেছে। ’
তিনি আরও বলেন, দেশে চলমান নাশকতা মোকাবেলা করে আমরা মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে গণভবনে জাতীয় মহিলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনে না এসে এ দলটি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল করেছে। এখন মানুষের ওপড় প্রতিশোধ নিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে।
তিনি বলেন, দেশের শান্তি ফিরে আসুক, এদের (বিএনপির) সুমতি হোক, আর এই আগুন নিয়ে খেলা যেন তারা বন্ধ করে।
বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, লেখাপড়া, খেলাধুলা সব ক্ষেত্রেই বাধা দেবে। দেশের অগ্রগতিতেও বাধা দেবে, গরিবের পেটে লাথি মারবে এটা হতে পারে না।
কোনো প্রসঙ্গ উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, তারা ইচ্ছাকৃতভাবেই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন, আগামীতে হরতাল দেওয়ার জন্য। ১৫ তারিখে হরতালের কারণ ওইদিন এতিমখানার টাকা চুরির মামলার তারিখ। মামলার তারিখ দেখলেই তার (খালেদা জিয়া) মাথা খারাপ হয়ে যায়।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর গুলিবিদ্ধের ঘটনা ঘটে।
শেখ হাসিনা বলেন, একটা বছর দেশ সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। মানুষ শান্তিতে ছিল, মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে। অথচ কথা নেই বার্তা নেই হঠাৎ এই আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারাসহ নানা ধরনের ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছেন; এটা কখনো গ্রহণযোগ্য না।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে রানার্স আপ হওয়ার জন্য জাতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, মেয়েরা পিছিয়ে নেই। তারা লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলা সবকিছুতেই এগিয়ে রয়েছে।
ইতোমধ্যে রাজশাহী ও চট্টগ্রামে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)শাখা স্থাপনের প্রস্তাব একনেকে অনুমোদন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া কমপ্লেক্স ও বিকেএসপির শাখাও স্থাপন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জাতীয় মহিলা দলের সদস্যের চেক ও উপহার সামগ্রী তুলে দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪