ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দোহর সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি আব্দুর রহমানের (২৮) মৃত্যু হয়েছে। অপর আটক বাংলাদেশি আসাদ ভারতের রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সীমান্তের ৩৩৩ পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে লাশ হস্তান্তর করে।

আব্দুর রহমান পীরগঞ্জ উপজেলার চান্দোহর গ্রামের ইউনুস আলীর ছেলে।

পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম বিএসএফের বরাত দিয়ে জানান, গত ১২ জানুয়ারি রাতে ১৫/২০ জনের একটি দল ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে।

এ সময় তাঁরকাটা থেকে নামার সময় পড়ে যান আব্দুর রহমান ও আসাদ। টহলরত বিএসএফ তাদের আটক করে রায়গঞ্জ হাসপাতালে নেওয়ার পর আব্দুর রহমান মারা যান। অন্যদিকে আটক আসাদকে ভারতের রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পীরগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে নিহত আব্দুর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তরের খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।