গোয়ালন্দ (রাজবাড়ী): ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশার ঘনত্ব কমে এলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌরুটের মার্কিং (বিকন বাতি) বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এসময় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয় ছয়টি ফেরি। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়।
এসময় পাড়ের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে আটকে পড়ে কয়েকশ’ বিভিন্ন যানাবাহন।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫