কিশোরগঞ্জ: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, নিজেকে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের সেবায় নিবেদিত করতে হবে। এগিয়ে যেতে হবে সেবার মানসিকতা নিয়ে।
তিনি বলেন, শিক্ষকতার সুবাদে সারা পৃথিবীতেই আমার ছাত্রছাত্রী রয়েছে। তাদের নিয়েই আমার গর্ব। তা ছাড়া আমার আর কোনো গর্ব নেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নে অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা প্রশাসক এস এম আলম, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান ও কলেজের অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫